কলকাতা ও শহরতলির পর মঙ্গলবার বীরভূমে জোড়া রোড শোয়ে শামিল কলকাতা জোনের বিজেপি পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় ও ও সহ-আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায় । বিজেপির ব়্যালির পালটা দিতে আবার এদিনই হাসানে মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলনে বক্তব্য রাখার কথা বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । এদিন দু’টি রোড শোয়ে অংশ নিচ্ছেন শোভন-বৈশাখী। সকাল ১১টা নাগাদ রামপুরহাটের ত্রিফলা মোড় থেকে পাঁচমাথা মোড় হয়ে মহাজনপট্টি, কামারপট্টি ঘুরে ফের পাঁচমাথা মোড়ে শেষ হবে প্রথম রোড শোটি। এরপর তারাপীঠ মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা তাঁদের। বিকেল ৪টে নাগাদ শুরু দ্বিতীয় রোড শো। সাঁইথিয়ার ইউনিয়ন মোড় থেকে শুরু হয়ে তা শেষ হবে বলাকা ফুটবল ময়দানে।
কলকাতার একাধিক এলাকার পাশাপাশি এর আগে ডায়মন্ড হারবারেও প্রচারে গিয়েছিলেন শোভন-বৈশাখী। এবার বীরভূমে (Birbhum) হাজির তাঁরা। অনুব্রতর গড়ে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই সেখানে অমিত শাহ রোড শো করে গিয়েছেন। পরিবর্তন যাত্রায় সে জেলায় হাজির হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে জমি ছাড়তে নারাজ অনুব্রত মণ্ডলও। একইদিনে তাই সভা করবেন তিনিও।