Friday, March 24, 2023
Homeকলকাতাআজ সৌরভকে দেখতে এসে ‘‌বহিরাগত’‌ ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ অনুরাগ ঠাকুরের

আজ সৌরভকে দেখতে এসে ‘‌বহিরাগত’‌ ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ অনুরাগ ঠাকুরের

হৃদরোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে দেখতে সোমবার সকালে কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। রবিবারই সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন তিনি। তার পরই আজ সৌরভকে দেখতে কলকাতা সফরে এলেন অনুরাগ। আর এসেই ‘‌বহিরাগত’‌ ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করলেন তিনি।

এদিন দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে অনুরাগ বলেন, ‘‌ভারত সরকারের কোনও মন্ত্রী পশ্চিমবঙ্গে এলে তাঁদের বাইরের লোক বলা হচ্ছে। যাঁরা এ কথা বলছেন তাঁদের কাছে আমার প্রশ্ন, এখানে কারা এলে এখানকার লোক বলবেন?‌ ‌তাঁর মতে, ‘‌ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি পশ্চিমবঙ্গে আসার অধিকার সকলের আছে। তিনি বলেছিলেন, এক দেশে দুটো নিশান দুই প্রধান থাকতে পারবে না। আর আজ সেই পশ্চিমবঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রীদের বহিরাগত বলা হচ্ছে।’‌

অনুরাগ ঠাকুরের প্রশ্ন, ‘‌পশ্চিমবঙ্গে যদি ভারত সরকারের কোনও মন্ত্রী আসে, তা হলে কি সেটা অপরাধ?‌ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে পশ্চিমবঙ্গকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তা হলে কি সেটাও অপরাধ? ভারতের কোনও মন্ত্রী কি পশ্চিমবঙ্গে আসতে পারবে না?’‌ তিনি এদিন সাফ বলেছেন, ‘‌রাজ্য সরকারের প্রতিনিধিরা যা সব কথা বলছে তাদের উচিত একবার ভেবে দেখা, তার পর কথা বলা।’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments