More
    Homeজাতীয়আজ স্বামীজির জন্মজয়ন্তীতে টুইটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী

    আজ স্বামীজির জন্মজয়ন্তীতে টুইটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী

    আজ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। তাই তাঁকে শ্রদ্ধা জানালেন একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একজন টুইট আর একজন ফেসবুক পোস্ট করে তাঁরা দুজনেই স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এখন রাজ্যে তথা গোটা দেশে করোনাভাইরাস দাপট দেখাচ্ছে। তাই বড় অনুষ্ঠান সমাবেশ এড়িয়ে যাওয়া হয়েছে।

    আজ স্বামীজির জন্মজয়ন্তীতে টুইটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী

    Read More-সাতসকালে হ্যাক কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটার হ্যান্ডেল, বদলে গেল নামও

    ঠিক কী লিখেছেন প্রধানমন্ত্রী?‌ এদিন টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘মহান স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানাই। জাতীয় জাগরণের প্রতি তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বহু তরুণকে তিনি অনুপ্রাণিত করেছেন দেশ গড়ার কাজে। তিনি আমাদের দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, আসুন আমরা একসঙ্গে তা সত্যি করে তুলতে চেষ্টা করি।’

    কী লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী?‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে শ্রদ্ধা জানিয়ে তুলে ধরেছেন স্বামীজির বাণী। যেখানে লেখা হয়েছে, ‘তুমি আপনাকে মহান বলিয়া উপলব্ধি করো, তুমি মহান হইবে।… আমাদের প্রত্যেকের ভিতরে সেই মহিমময় আত্মা রহিয়াছেন। আত্মায় বিশ্বাসী হইতে হইবে। নচিকেতার মতো বিশ্বাসী হও।’

    উল্লেখ্য, ১৮৬৩ সালের ১২ জানুয়ারি উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের বাড়িতে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের সংস্পর্শে তাঁর জীবন অন্য মাত্রা পায়। ১৮৯৩ সালে শিকাগোতে প্রথম বিশ্বধর্ম মহাসম্মেলনে ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে তাঁর বক্তৃতা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন। এখানে বিবেকানন্দের জন্মদিনটি ‘জাতীয় যুব দিবস’ হিসেবে পালিত হয়।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments