More
    Homeজাতীয়আত্মঘাতী হলেন ‘তারক মেহতা কা উলটা চশমা’র লেখক

    আত্মঘাতী হলেন ‘তারক মেহতা কা উলটা চশমা’র লেখক

    গত ২৭ নভেম্বর আত্মহত‍্যা করেন অভিষেক। তাঁর বাড়ির লোকজনদের বক্তব‍্য, সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন তিনি। তাঁকে ব্ল‍্যাকমেল করা হচ্ছিল। মুম্বইয়ের কান্দিভালির বাসভবনে সিলিং ফ‍্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অভিষেককে।মুম্বই পুলিস সূত্রে খবর, জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’র  লেখক অভিষেক মকবানা  আত্মহত‍্যার আগে একটি সুইসাইড নোটও লেখেন সেখানে আর্থিক সমস‍্যার কথা জানা গিয়েছে। তাঁর ভাই জানান, অভিষেকের মৃত‍্যুর পর তিনি এই বিষয়ে জানতে পারেন। বিভিন্ন নম্বর থেকে ফোন আসা শুরু হয়। তাঁকে ফোন করে টাকা চাইতে শুরু করেন অনেকে।শুধু ভারতই নয়, বাংলাদেশ ও মায়ানমার থেকেও ফোন আসা শুরু হয় বলে জানান অভিষেকের ভাই। লেখকের ইমেল থেকে জানা যায়, ইজি লোন অ্যাপ থেকে একটি ছোট লোন নিয়েছিলেন তিনি। তারপরেই শুরু হয় যাবতীয় সমস‍্যা। এমনটাই জানান অভিষেকের ভাই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments