আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আদালতে তিলোত্তমার বাবা-মা, কোর্ট লকআপে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস ওই মামলার রায় ঘোষণা করবেন। আরজি কর-কাণ্ড তিলোত্তমার বিচার চেয়ে সকাল থেকে ভিড় শিয়ালদহ কোর্ট চত্বরে। সঞ্জয়ের ফাঁসির দাবিতে আদালত চত্বরে উঠেছে জোর স্লোগান। এসেছেন তিলোত্তমার কাকা, কাকিমা এবং ভাইও। কোর্ট চত্বর জুড়ে নজিরবিহীন নিরাপত্তা।