More
    Homeখবরআদালতে প্রবেশের মুখে ‘চোর-চোর’ স্লোগান, সন্দীপ সহ বাকি তিন জনকেও ৮ দিনের...

    আদালতে প্রবেশের মুখে ‘চোর-চোর’ স্লোগান, সন্দীপ সহ বাকি তিন জনকেও ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ বিচারকের

    সন্দীপ ঘোষকে আট দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। যদিও সন্দীপকে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছিল সিবিআই। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির তরফে দাবি করা হয়, তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য আর্থিক দুর্নীতির মামলায় ধৃত সন্দীপকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

    মঙ্গলবার দুপুরে গাড়িতে চাপিয়ে সন্দীপকে নিজ়াম প্যালেসের সিবিআই দফতর থেকে বার করার সময় তাঁর গাড়ি ঘিরে ধরে ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন কয়েক জন। এমনকি আদালত চত্বরেও সন্দীপের গাড়ি ঘিরে হইহট্টগোল শুরু হয়।

    সোমবার শুধু সন্দীপই নয় তাঁর সঙ্গে গ্রেফতার হয় আরও তিনজন। চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত, বিপ্লব সিংহ এবং একটি ওষুধের দোকানের মালিক সুমন হাজরাকে। এছাড়াও গ্রেফতার করা হয় সন্দীপের অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসর আলিকে। মঙ্গলবার এই তিন জনকেও আদালতে হাজির করায় সিবিআই। এই তিন জনকে আট দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালতের বিচারক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments