More
    HomeUncategorizedআনমনে মায়ের কোলে একরত্তি, বিমানবন্দরে প্যাপারাৎজিদের দেখেই একগাল হাসি!

    আনমনে মায়ের কোলে একরত্তি, বিমানবন্দরে প্যাপারাৎজিদের দেখেই একগাল হাসি!

    আনমনে মায়ের কোলে একরত্তি, বিমানবন্দরে প্যাপারাৎজিদের দেখেই একগাল হাসি! মিষ্টি করে ‘বাই’ বলল ছোট্ট রাহা। মুম্বই এয়ারপোর্টে টার্মিনাল বিল্ডিংয়ে ঢোকার আগে মা আলিয়া ভাটও পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাত নাড়েন। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিয়ো। দেখা যায় বিমানবন্দরে কথোপকথনে ব্যস্ত রণবীর। ছোট্ট রাহাকে কোলে নিয়ে রয়েছেন আলিয়া। সেই সময় প্যাপারাৎজিরা রাহাকে ডাকতেই সে ঘুরে তাকায়। শুধু তাই নয়, হাসিমুখে হাতও নাড়ে। মিষ্টি করে হেসে বলে ওঠে ‘বাই’। সেই সঙ্গে চুমুও ছুঁড়ে দেয় সে। একরত্তির কাণ্ড দেখে হেসে লুটোপুটি খান রণবীর-আলিয়া।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments