More
    Homeখবরআনোয়ার আলি কার? আইএসএল শুরু হয়ে গেলেও তাঁকে নিয়ে টানাপোড়েনে টানটান উত্তেজনা...

    আনোয়ার আলি কার? আইএসএল শুরু হয়ে গেলেও তাঁকে নিয়ে টানাপোড়েনে টানটান উত্তেজনা দু’প্রধানে

    আনোয়ার আলি কার? আইএসএল শুরু হয়ে গেলেও তাঁকে নিয়ে টানাপোড়েনে টানটান উত্তেজনা দু’প্রধানে। ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রায়ে স্থগিতাদেশ দেয় দিল্লি হাই কোর্ট। তাতে স্বস্তি ফেরে লাল হলুদ সমর্থকদের মধ্যে। মনে হয়েছিল, ইস্টবেঙ্গলে আইএসএলের শুরু থেকে খেলতে কোনও বাধাই আর থাকবে না। এরপরও নাটক অব্যাহত থাকে। পিএসসির এই রায়ের লিখিত কারণ আছে কিনা, আদালতের এমন প্রশ্নে সদুত্তর দিতে পারেননি আইনজীবীরা। এরপর প্লেয়ার স্ট্যাটাস কমিটির সমস্ত সিদ্ধান্ত ও রায়কে খারিজ করা হয় আদালতের পক্ষ থেকে। ফলে, শাস্তির বিরুদ্ধে যেমন স্থগিতাদেশ পেয়েছে ইস্টবেঙ্গল, তেমন আনোয়ার আলিকে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেটের সিদ্ধান্তকেও স্থগিত রাখা হয়েছে। ফলে, দলের সঙ্গে থাকলেও, ইস্টবেঙ্গলের খেলোয়াড় নন এখন আর আনোয়ার। শনিবার ফের শুনানি হবে দিল্লি হাই কোর্টে। যা সম্পর্কে দিল্লি এফসির রঞ্জিত বাজাজ দাবি করেন, শনিবার হাইকোর্ট এনওসি দিয়ে দেওয়ার আদেশ দেবে, এরপর ইস্টবেঙ্গলেই খেলবেন আনোয়ার। এদিকে, এনওসি খারিজ হয়ে যাওয়ায় ফের আনোয়ার আলিকে তাদের প্লেয়ার হিসেবে চিঠি পাঠিয়েছে মোহনবাগান। ফলে, নাটক চরমে উঠেছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments