১৯ অক্টোবর ডার্বি। আর আনোয়ার আলি সেই ডার্বি খেলতে পারবেন কিনা তা নির্ভর করবে ১৪ অক্টোবর শুনানির সিদ্ধান্তের ওপর। ৩০ সেপ্টেম্বরই সেই শুনানি হওয়ার কথা থাকলেও, ইস্টবেঙ্গলের আইনজীবী শারীরিকভাবে অসুস্থ হওয়ায় পিছিয়ে দেওয়ার আবেদন জানান। তাতে সায় দিয়ে ১৪ অক্টোবর দিন নির্ধারিত হয়েছে। তবে এরচেয়ে বেশি পিছোতে রাজি নয় প্লেয়ার স্ট্যাটাস কমিটি। আনোয়ার নিয়ে চূড়ান্ত শুনানির জন্য চার সপ্তাহের সময় চেয়েছিলেন ইস্টবেঙ্গলের আইনজীবী। ততদিন সময় দিতে রাজি নয় ফেডারেশন। প্লেয়ার্স স্টেটাস কমিটি জানিয়েছে ১৪ অক্টোবর শুনানিতে সব পক্ষকে থাকতে হবে। আর সময় বাড়ানো হবে না। অর্থাৎ আনোয়ার ইস্যুতে ওইদিনই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।ওই দিন যদি কোনও পক্ষের আইনজীবী উপস্থিত থাকতে না পারেন, তাহলে তাঁদের বিকল্প ব্যবস্থা করতে হবে।