সামনে ডার্বি। ইস্টবেঙ্গল তার আগে ফাঁড়া কাটাতেই যেন ব্যস্ত। আনোয়ার আলিকে নিয়ে শুনানি ছিল সোমবার। জানা গেছে, আইনজীবী অনুপস্থিত থাকায় এই শুনানিও পিছিয়ে গেছে। প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে তা হতে পারে ২২ বা ২৩ অক্টোবর। ফলে, ১৯ অক্টোবর ডার্বিতে খেলতে কোনও সমস্যা হওয়ার কথা নয় দেশের অন্যতম সেরা ডিফেন্ডারের। নতুন কোচ অস্কার ব্রুজোকেও ঠিক করে ফেলেছে ইস্টবেঙ্গল কর্তারা। এখন দেখার, ডার্বির ডাগআউটে দেখা যায় কিনা। জানা গেছে, ব্রুজোর ভিসার আবেদদন করা হয়ে গেছে। এখনও পর্যন্ত ২ কোচ মিলিয়ে ৪ ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয়ের খাতা শূন্যই ইস্টবেঙ্গলের। তাই পুজোর ছুটিতে কাটছাঁট করেই বিনো জর্জের তত্ত্বাবধানে প্রস্তুতি চলছে লাল হলুদ ফুটবলারদের। ডার্বিতে শূন্য খাতায় পয়েন্ট আনতে পারেন কিনা ক্লেটনরা, তাই দেখার অপেক্ষায় লাল হলুদ সমর্থকরা।