Wednesday, June 7, 2023
HomeUncategorizedআন্তর্জাতিক ছবি আয়নার মুখ্য চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী রিচা চড্ডার! 

আন্তর্জাতিক ছবি আয়নার মুখ্য চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী রিচা চড্ডার! 

 

 

এই প্রথমবার কোন আন্তর্জাতিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন রিচা চাড্ডা। ভারত এবং ইংল্যান্ডের যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে ছবি ‘আয়না’।

 

যদিও এর আগে আন্তর্জাতিক প্রযোজনার সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রিচার। এর আগে ভারত ফ্রান্স প্রচলিত ভাসান ছবিতে অভিনয় করেছিলেন রিচা। আবার লাভ সোনিয়া ছবিটি এলো হলিউডের অবস্থিত এক ভারতীয় প্রযোজনা সংস্থার ছবি। তবে আয়নার শুটিং কি হবে ভারত ও লন্ডন দুই জায়গাতেই।

 

সোশ্যাল ড্রামাকে ঘিরে তৈরি হতে চলেছে এই ছবি। যুদ্ধ মানুষের জীবনকে কিভাবে বদলে দেয় তাও তুলে ধরার কথা রয়েছে এই গল্পে। ছবির পরিচালক মার্কাস মিড। এই ছবি নিয়ে রিচা বলেন যে সম্পূর্ণ নতুন একটি জগতে কাজ করার সুযোগ পেয়ে বেশ ভালো লাগছে তার। ভারত এবং ইংল্যান্ড এর প্রতিভাকে একত্রিত করে গড়ে উঠবে এই ছবি।

 

এই মুহূর্তে লন্ডনে রয়েছেন অভিনেত্রী। এবং আগামী কয়েকদিন ছবির প্রস্তুতির জন্য সেখানেই থাকবেন তিনি। ২রা জুন থেকে শুরু হতে চলেছে ছবির শুটিং। রিচার মতে তিনি সব সময় চ্যালেঞ্জিং চরিত্রের জন্য অপেক্ষা করেন। এও বলেন তার মতে এটি তার ক্যারিয়ারের অন্যতম চরিত্র হতে চলেছে। ছবিতে জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা উইলিয়াম মুসলির বিপরীতে দেখা যাবে রিচাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments