More
    Homeখেলাআন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে সমর্থকদের একেবারে চমকেই দিয়েছে ইস্টবেঙ্গল,সেই ছন্দ কি এবার...

    আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে সমর্থকদের একেবারে চমকেই দিয়েছে ইস্টবেঙ্গল,সেই ছন্দ কি এবার দেখা যাবে আইএসএলেও?

    আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে সমর্থকদের একেবারে চমকেই দিয়েছে ইস্টবেঙ্গল। সেই ছন্দ কি এবার দেখা যাবে আইএসএলেও? সমর্থকরা বিশ্বাস করতেও যেন ভয় পাচ্ছেন! হাফডজন হারের পর, শনিবার মিনি ডার্বিতে মহমেডানের সামনে ইস্টবেঙ্গল। ধারেভারে যে দারুণ এগিয়ে সাদাকালো শিবির, তা নয়। তাই এই ম্যাচকেই কামব্যাকের ম্যাচ করতে চান ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো। তবে তারজন্য অতীত আঁকড়ে কলার তুলে ঘুরতে নারাজ। অস্কারের সাফ কথা, ‘আত্মবিশ্বাস, মানসিকতার দিক থেকে আমাদের দল এখন আগের চেয়ে ভাল জায়গায় রয়েছে। কিন্তু আমাদের জিততে হবে, পয়েন্ট পেতে হবে, তা হলেই আমরা সেরা ছয়ে ঢুকতে পারব। বাস্তবে আমরা কতটা উন্নতি করেছি, তা এই ম্যাচে বোঝা যাবে’। সেইসঙ্গে প্রতিপক্ষ মহমেডান নিয়ে বলেন, ‘মহমেডান দলে যথেষ্ট ভারসাম্য আছে। দলটা বেশ ভাল। আমাদের সতর্ক থাকতে হবে। কলকাতা ডার্বি সম্মানের।’ ম্যাচে চোটের জন্য ইস্টবেঙ্গল পাবে না হেক্টর ইউস্তেকে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments