লামিনে ইয়ামাল। ম্যাজিক দেখাচ্ছেন। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, রেকর্ড মানেই ইয়ামাল। এল ক্লাসিকোতে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ৪ গোলে তৃতীয় গোলটি করেন ইয়ামালই। তাতে সান্তিয়াগো বের্নাব্যুতে তিনি ভেঙেছেন ৭৭ বছরের পুরোনো রেকর্ড। এরপর সেই মাঠেই রোনাল্ডোকে ব্যঙ্গ করে তারই মতো সেলিব্রেশনও করেছেন। সমাজ মাধ্যমে সেই ছবি দিয়ে ইয়ামাল ক্যাপশনও লিখেছেন, ‘কালমা। আমি এখানে এসে গেছি।’ আসলে রোনাল্ডোর আইকনিক কালমা সেলিব্রশনের নকল করেছিলেন তিনি। যা এল ক্লাসিকোয় ন্যু ক্যাম্পে বার্সার জালে বল জড়িয়ে করতেন। সান্তিয়াগো বের্নাব্যুতে এই গোলেই এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন ইয়ামাল। তাঁর বয়স ১৭ বছর ১০৬ দিন। ১৯৪৭ সালে এল ক্লাসিকোয় নাভারো ১৭ বছর ৩৫৬ দিন বয়সে তাঁর প্রথম গোল করেন। ইয়ামালদের সামনে মাথা নীচু করে মাঠ ছাড়তে হয়েছে এমবাপ্পেদের। এল ক্লাসিকোয় প্রথমবার নামেন এমবাপ্পে। দু’বার গোল করেছিলেন। কিন্তু দু’বারই অফসাইডের জন্য গোল বাতিল হয়। বার্সার হয়ে জোড়া গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। শেষ পেরেকটি পুঁতে দেন রাফিনহা। ৬৫ বছর পর এল ক্লাসিকোর অ্যাওয়ে ম্যাচের এক অর্ধে ৪ গোল হল। এর আগে ১৯৫৯ সালে এক অর্ধে ৪ গোল করেছিল বার্সাই।