আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবসে রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বৃত্তি ঘোষণা করল রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজ্ঞান জগতের সকল ব্যক্তিকে শুভেচ্ছা জানান। তিনি টুইটে লেখেন, ‘বিশ্ব এই বিজ্ঞানীদের জন্য গর্বিত’। তারপরই মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের ‘বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি’ যা এতদিন শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালেয়র পড়ুয়ারা পেতেন, তা স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদেরও দেওয়ার কথা বিবেচনা করছে রাজ্য সরকার।
এমনকি এখনও যে রাজ্য সরকার পড়ুয়াদের বিজ্ঞান চর্চায় আগ্রহ বাড়াতে উত্সাহী, তার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। গত ৪ বছর ধরেই বিজ্ঞানের ক্ষেত্রে মেধাবী পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ ‘বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি’ চালু করা হয়েছে। তার উল্লেখ করে মমতা বলেন ‘আমিই এই বৃত্তির নাম দিয়েছিলাম। প্রতিবছর এই বৃত্তি পান বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রীরা। যাঁরা এই বৃত্তি পান, তাঁদের মাসে ২০০০ টাকা করে বৃত্তির পাশাপাশি বই কেনার জন্য প্রতি বছর ২৫০০ টাকা করে ৫ বছর অর্থসাহায্য করে রাজ্য সরকার’।