Monday, May 29, 2023
HomeUncategorizedআপনার সঙ্গে দেখা করে আপনার বাড়িতে মাছের ঝোল ভাত খেয়ে আসবো, ক্যান্সার...

আপনার সঙ্গে দেখা করে আপনার বাড়িতে মাছের ঝোল ভাত খেয়ে আসবো, ক্যান্সার আক্রান্ত ফ্যানকে কথা দিলেন শাহরুখ!  

 

“মরে যাওয়ার আগে একবার শাহরুখ খানকে দেখতে চাই নিজের হাতে করে মাছের ঝোল ভাত খাওয়াতে চাই….” এমনই পাথর আর যে জানালেন খরদা একজন ক্যান্সার আক্রান্ত বৃদ্ধা। অবশেষে পারো উত্তর ২৪ পরগনা শিবানী চক্রবর্তী শেষ ইচ্ছে পূরণ করতে চলেছেন। এক ভিডিও কলে ৪০ মিনিট কথা বলেছেন সেই বৃদ্ধার সঙ্গে তিনি।

 

এমনকি শাহরুখ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বৃদ্ধার বাড়িতে এসে মাছের ঝোল ভাত খাবেন। এমনকি তার মেয়ের বিয়েতেও আসবেন। তাকে ক্যান্সারের জন্য আর্থিক সাহায্য করবেন। এই বৃদ্ধার নাম শিবানী চক্রবর্তী তার বয়স ষাটঊর্ধ্ব।তিনি উত্তর 24 পরগনার বাসিন্দা। আজ অবধি তিনি বাদশার একটা ছবিও মিস করেন নি। এত শরীর খারাপের মধ্যেও তিনি পাঠান দেখতে যাওয়ার জন্য কাতর আর্জি জানিয়েছিলেন এবং শেষে সেটি দেখেই ছেড়েছেন।

 

এই বৃদ্ধার শয়নকক্ষের দেয়াল জুড়ে পুরোটাই বাদশার ছবি। শাহরুখের প্রতি টান থেকেই তার ক্রিকেটের প্রতি টান বেড়েছে। তিনি নিয়ম করে কলকাতা নাইট রাইডার্স এর খেলা থাকলেই তখন দেখেন আইপিএল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments