Wednesday, June 7, 2023
HomeUncategorizedআপাতত ছোট পর্দা থেকে কিছুদিনের বিরতি! জনপ্রিয়তার শীর্ষে থেকেও কেন এই সিদ্ধান্ত...

আপাতত ছোট পর্দা থেকে কিছুদিনের বিরতি! জনপ্রিয়তার শীর্ষে থেকেও কেন এই সিদ্ধান্ত অভিনেতা শনের?

 

অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় আমি সিরাজের বেগম থেকে শুরু করে এখানে আকাশ নীল মন ফাগুন এর মতন একের পর এক ধারাবাহিককে অভিনয় করে নজর কারেন সকলের। মন ফাগুন ধারাবাহিক সে সবার পর তাকে আর পর্দায় দেখা যায়নি। প্রায় কেটে গিয়েছে একটা বছর। তাহলে কি তিনি খুব জলদি আবার পর্দায় ফিরতে চলেছেন?

 

আসলেই অভিনেতার এই মুহূর্তে ধারাবাহিকে ফেরার কোন প্ল্যান নেই। তিনি সব ইচ্ছায় এখন ছোট পর্দা থেকে কিছুদিন বিরতি নিয়েছেন। অভিনেতার দাবি তিনি এখন টেলিভিশন ছেড়ে অন্যান্য মাধ্যমে কাজ করতে বেশি আগ্রহী। তাই তিনি মনোনিবেশ করেছেন সেই কাজে।

 

সম্প্রতি অভিনেতা শনের প্রথম ওয়েব সিরিজ হানিমুনের প্রথম লোক সামনে এলো। অভিনেতার সেই ওয়েব সিরিজে দেখা যাবে ঐশ্বর্য সেনকেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments