More
    Homeবিনোদন"আপাতত বিদায়, আর ফেলুদা করব না", ট্রেলার লঞ্চের দিনেই ঘোষণা করলেন সৃজিত...

    “আপাতত বিদায়, আর ফেলুদা করব না”, ট্রেলার লঞ্চের দিনেই ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়

    “আপাতত বিদায়, আর ফেলুদা করব না”, ট্রেলার লঞ্চের দিনেই ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়। চার-চারটে ‘ফেলুদা’ সিরিজের পর এ বার প্রদোষবাবুকে বিদায় জানানোর পালা। তবে শেষ ছবিতে যে নিজের সেরাটাই দিয়েছেন, তাও একবার যেন প্রমাণ রেখে গেলেন সৃজিত। মঞ্চে দাঁড়িয়ে তখন সকলেই আবেগপ্রবণ। সৃজিত বলে চললেন, “যেহেতু শেষ করছি, তাই শেষ ছবিটা দৃষ্টিনান্দনিকতার দিক থেকে সেরা করে তোলাটাই লক্ষ্য ছিল।” তবে হাজারও মন খারাপের খবরের ভিড়ে একটি অন্য চমকও দিলেন পরিচালক। আগামী ২০ ডিসেম্বর থেকে ছবিটি দেখা যাবে হইচই-এর প্ল্যাটফর্মে। কিন্তু তার এক দিন আগে অর্থাৎ ১৯ ডিসেম্বর নন্দনে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছেন নির্মাতারা। জোরগলায় সৃজিত বললেন, “ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর মতো ছবির জন্য বড় পর্দা প্রাপ্য। তাই জন্য প্রিমিয়ারটা যাতে নন্দনে করা যায়, তার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। আশা করি সকলে ভাল লাগবে। আর এক বার হলেও টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্রকে ফেলুদা, তোপসে এবং জটায়ু হিসেবে বড় পর্দায় দেখতে চাই।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments