More
    Homeবিনোদনআবারও একবার পর্দায় মহাদেবের আরাধনায় অক্ষয় কুমার

    আবারও একবার পর্দায় মহাদেবের আরাধনায় অক্ষয় কুমার

    আবারও একবার পর্দায় মহাদেবের আরাধনায় অক্ষয় কুমার। আর তাতেই হল বিপত্তি! সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘কনাপ্পা’ ছবির ‘মহাকাল চলো’ গানটি। সেটিকে ঘিরেই বিতর্কের উৎপত্তি। গানের একটি দৃশ্যে দেখা যাচ্ছে, অভিনেতা শিবলিঙ্গ জড়িয়ে রয়েছেন। সেই সময়ে পঞ্চামৃতে অভিষেক করা হচ্ছে শিবলিঙ্গকে। তাতেই আপত্তি হিন্দুধর্মালম্বীদের একাংশের।

     

    পুরোহিতদের সংগঠনের সভাপতি মহেশ শর্মার মতে, “এটি হিন্দু ধর্মের অপমান।” গানের চিত্রায়ণ মোটেই পছন্দ হয়নি তাঁদের। অভিযোগ, “ছবিতে অভিনেতা শিবলিঙ্গকে আলিঙ্গন করছেন এবং তার উপর পঞ্চামৃত অভিষেক করা হচ্ছে। তা একেবারেই অনুপযুক্ত। এ ছাড়াও, যে ভাবে ভস্ম নিবেদন করা হচ্ছে, সেটা ঠিক নয়। কারণ কেবল উজ্জয়িনীর মহাকালকেই ভস্ম দেওয়া হয়, অন্য কোথাও নয়। যেমন ইচ্ছে চিত্রায়ণ করেই হিন্দু ধর্মের অপমান করা যায় না।”

     

    তবে, এই বিতর্কের পরে চুপ থাকেননি অক্ষয়ও। পাল্টা উত্তর দিয়ে অভিনেতা বলেন, “ছোটবেলা থেকেই আমার বাবা-মা শিখিয়েছেন, ঈশ্বরই আমাদের মাতা-পিতা। সেটাই যদি হয়, তুমি তো তোমার বাবা-মাকেও আলিঙ্গন করো, তাতে দোষের কি কিছু আছে? যদি আমার ভক্তিকে কেউ বাঁকা চোখে দেখেন, তাতে আমার কোনও দোষ নেই।”

     

    যদিও অক্ষয়ের এই মন্তব্যের কোনও প্রত্যুত্তর আসেনি পুরোহিতদের অ্যাসোসিয়েশনের তরফে। এখন এটাই দেখার, তাঁরা কী জবাব দেন!

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments