‘টাইগার’কে বিপদের হাত থেকে বাঁচাতে ‘পাঠান’-এর দুরন্ত এন্ট্রি ভুলে যাওয়ার মতো নয়। সলমন খানের ছবিতে শাহরুখের ক্যামিও যেন অন্য মাত্রা এনে দিয়েছিল ‘টাইগার ৩’ ছবি মুক্তির সময়। আবারও কি ‘করণ-অর্জুন ফিরছেন’ একসঙ্গে পর্দায়? ভাইজানের আগামী ছবি ‘সিকন্দর’ দিচ্ছে এমনই ইঙ্গিত। তবে না, ঠিক ক্যামিও নয়। তবে সল্লু ভাইয়ের আগামী ছবিতে থাকছে ফের ‘শাহরুখ’ যোগ। আসলে সলমনের ছবির ভিএফএক্স করেছে শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এর আগে ‘ডন: দ্য চেজ বিগিনস্ এগেইন’ এবং ‘জওয়ান’-এর মতো বিগবাজেটের ছবির ভিএফএক্স-এর দায়িত্ব সামলেছে এই প্রযোজনা সংস্থা। কাজেই দর্শক কিছুটা হতাশ হলেও দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখার আশা কখনই ফিকে হওয়ার নয়