রবিবার মধ্যরাত থেকে আবারও বাড়ল ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। শুধু ফেব্রুয়ারিতে তিন দফায় ১২৫ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। সোমবার মাসের শুরুতেই মাথায় হাত মধ্যবিত্তের।
ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, মার্চের পয়লা তারিখ থেকে কলকাতায় ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৫ টাকা ৫০ পয়সা। একইভাবে দিল্লি এবং মুম্বইয়ে ভর্তুকিহীন সিলিন্ডারের দর দাঁড়িয়েছে যথাক্রমে ৮১৯ টাকা এবং ৮২৩ টাকা। চেন্নাইয়ের রান্নার গ্যাস কিনতে গ্রাহকের পকেট থেকে খসবে ৮৩৫ টাকা।
প্রসঙ্গত, দিনচারেক আগেই গত ২৫ ফেব্রুয়ারি গ্যাসের দাম বেড়েছিল ২৫ টাকা। ডিসেম্বরে ১০০ টাকা দাম বেড়েছিল গ্যাসের। তার ফলে গত ৩০ নভেম্বর কলকাতায় যে ভর্তুকিহীন ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ছিল ৬২০ টাকা ৫০ পয়সা, তা এখন ৮৫০ টাকার কাছে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, ভর্তুকিহীন ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দামও বেড়েছে।কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডার কিনতে সোমবার থেকে লাগবে ১৬৮১ টাকা ৫০ পয়সা। অর্থাত্ দাম বেড়েছে ৯৭ টাকা ৫০ পয়সা।