More
    Homeকলকাতাআবারো চোর সন্দেহে পিটিয়ে খুন বারুইপুরে।

    আবারো চোর সন্দেহে পিটিয়ে খুন বারুইপুরে।

    Today Kolkata:- আবারো চোর সন্দেহে পিটিয়ে খুন বারুইপুরে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার দক্ষিণ কালাবরু বাগদি পাড়া এলাকায়। গত কাল রাত দুটোর সময় কিশোর সিংয়ের বাড়ির ছাদে তিনজন ঘোরা ঘুরি করতে দেখে পাশের বাড়ির বাসিন্দারা। বাড়ির সামনে ঘোরাঘুরি করছে অপরিচিত লোকজন। প্রতিবেশী এক মহিলা দেখে কিশোর সিং দের ফোনে জানায়। এরপর আশপাশের মানুষ এলাকায় জড়ো হয়ে একজনকে ধরে ফেলে। বেধড়ক মারধর করে। পরে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ওই যুবককে। বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় দীনেশ রাম নামে ওই যুবকের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।এই ঘটনায় 4জনকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলশ। 1)বলরাম সরদার, 2) প্রভাকর সরদার, 3)সুজয় সিং, 4)কমলের সিং তাদের বিরুদ্ধে 302 ও 341 আইপিসি ধারায় মামলা দায়ের করেছে বারুইপুর থানার পুলিশ। তাদেরকেআজ শনিবার বারুইপুর দেওয়ানি ও ফৌজদারি আদালতে পেশ করল বারুইপুর থানার পুলিশ।

    আবারো চোর সন্দেহে পিটিয়ে খুন বারুইপুরে।

    MORE NEWS – নামকরা অনলাইন সংস্থার ডেলিভারি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।

    মালদা, ২২ এপ্রিল:-  একটি নামকরা অনলাইন সংস্থার ডেলিভারি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাধাপুকুর স্ট্যান্ড এলাকায়। এদিন রাতে অফিসে ঢুকে দুষ্কৃতীরা রীতিমতো ওই ডেলিভারি অফিসের কর্মী থেকে নৈশপ্রহরী সকলকে ব্যাপক মারধর করছে এমন ছবিও সিসি ক্যামেরার ফুটেজে ধরা পরেছে। পুরো বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছে ওই সংস্থার কর্মীরা। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে নি। যার ফলে ওই ডেলিভারি সংস্থার কর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। CONTINUE READING

    Kolkata কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা।

    শ্রমিকের কাজ নিয়ে কাশ্মীরে গিয়ে, গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম দুই যুবক।

    Bihar বিহারের মাটি মাফিয়ারা নদীর চর থেকে মাটি চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুরে।

    দিবা রাত্রি জ্বলছে পথবাতি, পৌরবাসীর উন্নয়নের টাকা নষ্ট হচ্ছে, নজর নেই পৌর প্রশাসনের।

    যার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বেলডাঙা থানার হিজলি মাঠপাড়া এলাকায়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments