আবারো পুলিশের জালে গ্রেপ্তার অনুপ্রবেশকারীদের মদত দাতা ভারতীয় দালাল
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দাতা ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এবার বিশেষ অভিযান জেলা পুলিশের। পুলিশ সূত্রে জানা যায়, নদীয়ার হাঁসখালি থানার অন্তর্গত উলাশী পূর্বপাড়ার বাসিন্দা মতিয়ার মন্ডল এর আগেও বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতের প্রবেশ করার জন্য সাহায্য করেছিলেন এবং তাদের ভারতীয় নথিপত্র তৈরিও করে দিয়েছিলেন। সেই ঘটনার আগে থেকেই নদীয়ার হাঁসখালি থানায় একটি মামলা রুজু হয় তার বিরুদ্ধে।এরপরও শোধরায়নি দালাল চক্রের সাথে জড়িত ওই ব্যক্তি। গতকাল রাতে নদীয়ার হাঁসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আবারো অভিযুক্ত কে গ্রেফতার করে। সোমবার ধৃতকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। তবে ধৃত ব্যক্তি কোন দালাল চক্রের সাথে জড়িত তার তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে।