ফেসবুকে নিজস্বী পোস্ট স্বস্তিকা মুখোপাধ্যায়ের। ‘আবার আন্দোলনে নামুন!’ কটাক্ষ নেটিজেনদের, কড়া ভাষায় পাল্টা জবাব অভিনেত্রীর! সম্প্রতি সমাজমাধ্যমে একটি নিজস্বী পোস্ট করেছিলেন স্বস্তিকা। শুটিংয়ের ফাঁকেই একটি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করেছিলেন তিনি। আর তার কমেন্ট বক্সেই একজন নেটিজেন মন্তব্য করেছেন, অভয়ার জন্য আবারও আন্দোলনে নামতে। তবে বিষয়টি চোখ এড়িয়ে যায়নি অভিনেত্রীর। পাল্টা জবাব দিয়ে তিনি লিখেছেন, ‘আপনি কবে, কোথায় নামছেন জানাবেন, চলে যাব।’ বলাবাহুল্য, আরজি কর মামলার প্রথম দিন থেকেই সক্রিয়ভাবে প্রতিবাদে নেমেছেন স্বস্তিকা। পাশাপাশি বহুবার এই আন্দোলনের ঘটনাকে ঘিরেই ট্রোলের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে বেশিরভাগ সময়ই চাঁচাছোলা ভাষায় তার মোকাবিলা করেছেন অভিনেত্রী। আবারও আরজিকর কাণ্ড নিয়ে উস্কানিমূলক মন্তব্য চোখে পড়তেই এ বারেও পিছপা হলেন না স্বস্তিকা।