আবার কি দেখা যাবে ‘বাজিগর’! আবার কি শাহরুখ-কাজল ম্যাজিক! শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘বাজিগর’এর সিক্যুয়েল হতে চলেছে। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাই কিং খানকে সেলুলয়েডের সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল। মুখে মুখে ছড়িয়েছিল, ‘হার কর জিতনেওয়ালো কো বাজিগর কহেতে হ্যায়…’। সূত্রের খবর, ‘বাজিগর’ সিনেমার সেই ইতিহাসকে ফিরিয়ে আনতে চান প্রযোজক রতন জৈন। প্রযোজকের বক্তব্য, ‘বাজিগর টু’ নিয়ে শাহরুখের সঙ্গে কথা হয়েছে। শাহরুখ নাকি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন। তবে চিত্রনাট্য নিয়ে এখনও কোনও ভাবনাচিন্তাই হয়নি। এই ছবিতে ‘কাজল’কে দেখা যাবে কিনা, সে ব্যাপারে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন রতন জৈন।