বয়স থেমে থাকছে না। সময় ফুরিয়ে আসছে মাঠে ঝলক দেখানোর। আবার কী দেখা যাবে ত্রিফলা আক্রমণ- লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমারের? সৌদি আরব ছেড়ে যুক্তরাষ্ট্রে কি ফিরবেন নেইমার? ব্রাজিলিয়ান সুপারস্টার নিজের মুখেই বলেছেন, ‘কে জানে! ফুটবল তো বিস্ময়ে ভরপুর।’ মায়ামিতে মেসি-সুয়ারেজের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে নেইমার বলেন, ‘অবশ্যই, মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও খেলতে পারাটা হবে অবিশ্বাস্য। ওরা আমার বন্ধু। এখনো আমাদের মাঝে কথা হয়। ত্রয়ী (আক্রমণভাগ) পুনর্জীবিত করাটা হবে আকর্ষণীয় ব্যাপার। ২০২৬ সালে এই তিন তারকার একসঙ্গে খেলার সুযোগ থাকছে। তবে সেটাই যে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে শেষ বছর হতে চলেছে তাও জানিয়ে দেন নেইমার। ব্রাজিলকে একবার মাঠে থেকে বিশ্বকাপ জেতানোর আপ্রাণ চেষ্টা করবেন বলেই জানিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘আমি চেষ্টা করব সেখানে (২০২৬ বিশ্বকাপ) থাকার। আমি জানি, এটাই আমার শেষ বিশ্বকাপ। আমার শেষ সুযোগ।