কলেজের সেমিনার রুমে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে ভারত নিউজিল্যান্ডের খেলা দেখা কতটা উচিত হয়েছে? মূল প্রশ্ন এখানেই। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সেমিনার হলে ভারত নিউজিল্যান্ডের ফাইনাল খেলা দেখানোর ব্যবস্থা করে শোকজ তৃণমূলপন্থী এক ইনটার্ন। ঘেরাও ডিন। ফের উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। ডিনের গাড়ির বনেটে উঠে বিক্ষোভ দেখাতে থাকেন চিকিৎসক পড়ুয়ারা। দুই দল চিকিৎসক পড়ুয়ার মধ্যে হাতাহাতি। এক জন রক্তাক্তও হন। একদিকে, তিলোত্তমা পর্বের আন্দোলনকারীরা, অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। প্রশ্ন হচ্ছে ওই সেমিনার রুম পঠন-পাঠনের জন্য, খেলা দেখার জন্য নয়। তাহলে সেখানে কার অনুমতিতে খেলা দেখার আয়োজন করা হলো? তার উত্তর অবশ্য পাওয়া যায় নি।
মূল ঘটনাটা ঘটে বুধবার দুপুরে। কলেজ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ভারত নিউজিল্যান্ডের ফাইনাল খেলা দেখানো নিয়ে। দুপুরে দেড়শো ছাত্রছাত্রী ডিনকে ঘেরাও করেন। তাঁদের দাবি, অনুমতি নিয়েই সেমিনার হলে খেলা দেখানোর ব্যবস্থা হয়। কিন্তু তার পরও এক ইনটার্নকে শোকজ করে তা নোটিস বোর্ডে ঝুলিয়ে দেন ডিন। আর তাতেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। তাঁদের দাবি, কারও চাপেই ইচ্ছা করে ওই ইনটার্নকে টার্গেট করা হচ্ছে ৷ ডিন বলেন, “আমার কাছে যা তথ্য ছিল তার ভিত্তিতেই ওই ইনটার্নকে শোকজ করেছি। লেকচার হল বা সেমিনার হলে খেলা দেখানো ঠিক নয়। ওটা পড়াশোনার জায়গা।” বুধবার বিকেল পর্যন্ত সেই সমস্যার সমাধান হয় নি।