পাক ক্রিকেটে ক্যাপ্টেন্সি নিয়ে শুধু নাটক আর নাটক। আবার নতুন অধিনায়কের নাম ঘোষণা হল। তবে আর ফেরানো হল না বাবর আজমকে।সাদা বলের দুই ফরম্যাট ওয়ানডে এবং টি২০তে পাকিস্তানের নতুন অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার মহম্মদ রিজওয়ানকে। মনে করা হচ্ছে রিজওয়ানকে দায়িত্ব দিয়ে এক দীর্ঘ নাটকীয় পর্ব শেষ হলো পাকিস্তান ক্রিকেটে।ক্যাপ্টেন্সিতে বাবরের ফেরার সম্ভাবনাও শেষ হল। অস্ট্রেলিয়া সফর দিয়েই অধিনায়কত্বের অভিষেক হবে রিজওয়ানের। টেস্ট ফরম্যাটে শান মাসুদকেই রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার পর জিম্বাবোয়ে সফরে ওডিআইতে রিজওয়ানের নেতৃত্বে পাক দলের খেলার কথা, তবে টি২০তে বিশ্রাম পাবেন তিনি। তখন নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক আগা সলমন। তবে অস্ট্রেলিয়া সফরে দলে ফিরেছেন বাবর আজম।