Tuesday, May 30, 2023
HomeUncategorizedআবার মৌ-ডোডোর মাঝে নতুন করে সমস্যা তৈরি করার চেষ্টা করছে চাঁদনী! দেখতে...

আবার মৌ-ডোডোর মাঝে নতুন করে সমস্যা তৈরি করার চেষ্টা করছে চাঁদনী! দেখতে থাকুন মেয়েবেলা 

 

স্টার জলসার একটি ধারাবাহিক হলো মেয়েবেলা। এই ধারাবাইকে তুলে ধরা হয়, যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। এখানে কি করে একটি মেয়েকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয় সেটাই দেখানো হচ্ছে।মৌ এসেছে স্ট্যান্ড ফ্যান খারাপ হয়েছে বলে ইলেক্ট্রিকের দোকানে এসে সারাতে গিয়েছিল তাকে দোকানের মালিক কাজে রাখবে না বলছে। তার কারণ শ্বশুরমশাই এসে বলে গিয়েছে যে সে একদমই কাজ জানে না কিন্তু লোকটা বারবারই বলতে থাকে যে মৌয়ের শাশুড়ি।

 

মৌয়ের মুখোমুখি বিথী। মৌ বিথীকে বলে যে সে কেন এমন কাজ করলো, শুধুমাত্র মৌকে অপদস্থ করার জন্য যদি এই সমস্ত কথা একবার ডোডোদার কানে যায় তাহলে ডোডোদা ঠিক কিরকম রিয়াক্ট করবে এবারে মৌ বীথির সমস্ত চাল ধরে ফেলছে আর ওদের সমস্ত কথা বাইরে থেকে শুনছে মরে শ্বশুরমশাই।

 

মৌ তাই চেষ্টা করছে বিথী মাসিকেও পুরনো সব ভুলে নতুন করে বাঁচতে শেখানো। মিথিবাসী এত সুন্দর গান করে তাই বাড়ির সবাই চায় যে বিথী মাসি আবার নতুন করে গান শুরু করুক। তাই মৌ বলছে বিধি মাসিকে ধরে ফেলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments