More
    Homeখবর‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি - ১ বিলিয়ন অনুসারী!' : রোনাল্ডো

    ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি – ১ বিলিয়ন অনুসারী!’ : রোনাল্ডো

    সংখ্যা নিয়ে তিনি সত্যিই ভাবেন না। ভাবার প্রয়োজনই পড়ে না! ভাবা যায়, সমাজ মাধ্যমে তাঁর ফলোয়ার সংখ্যা ১ বিলিয়ন! মানে, ১০০ কোটি! ঠিক যেমন, ৪০-এর পথে বয়স চলে গেলেও দেশ ও ক্লাবের হয়ে দিব্যি খেলেন, গোল করেন, গোলের রেকর্ডও গড়েন ক্রিশ্চিয়ানো। ধরাছোঁয়ার মধ্যেই যেন কেউ নেই! ১০০ কোটি অনুসারীর মাইলফলকেও তিনি অনন্য রেকর্ড গড়েছেন। এমন মাইলফলকে বিশ্বের প্রথম ব্যক্তি তিনিই। সমাজ মাধ্যমে এই খবর নিজেই জানিয়েছেন রোনাল্ডো। ৩৯ বছর বয়সী পর্তুগিজ তারকা লিখেছেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি – ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! এটা শুধু একটি সংখ্যার চেয়েও বেশি—এটা আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা ও এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ।’ তবে এটা শুধু ইউ টিউব বা এক্স বা ইনস্টাগ্রাম বা ফেসবুকের নয়। সবমিলিয়ে ১০০ কোটি। যারমধ্যে ইনস্টায় সবচেয়ে বেশি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ৬৩ কোটি ৯০ লাখ, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments