More
    Homeবিনোদনআমরা ভদ্র মানুষ, আসলে ফ্যানেরাই...', চুমু-কাণ্ড নিয়ে বিতর্ক উঠতেই সাফাই গাইলেন উদিত...

    আমরা ভদ্র মানুষ, আসলে ফ্যানেরাই…’, চুমু-কাণ্ড নিয়ে বিতর্ক উঠতেই সাফাই গাইলেন উদিত নারায়ণ!

    ‘আমরা ভদ্র মানুষ, আসলে ফ্যানেরাই…’, চুমু-কাণ্ড নিয়ে বিতর্ক উঠতেই সাফাই গাইলেন উদিত নারায়ণ! ঠিক কী হয়েছিল সেই দিন? ইতিমধ্যেই সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে সেই ভাইরাল ভিডিয়োতে। মঞ্চে গান গাওয়া থেকে মহিলা অনুরাগীর নিজস্বীর আবদার, আর তার পরেই ঠোঁটে ঠোঁট! ব্যস, মুহূর্তে বিতর্কে শিরোনামে বর্ষীয়ান গায়ক। বিতর্ক বাড়তেই মুখ খুললেন তারকা।

     

    কয়েক দশকের কর্মজীবন, ঝুলিতে একের পর এক হিট গান। জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের তালিকায় শীর্ষেই তাঁর নাম। স্বনামধন্য গায়কের কীর্তিতে রীতিমতো হতচকিত তাঁর অনুরাগীমহলও। এই পুরো ঘটনায় কী প্রতিক্রিয়া স্বয়ং গায়কের?

     

    একটি সংবাদমাধ্যমের কাছে বক্তব্য রাখেন, “আসলে অনুরাগীরা আমাদের দেখে পাগলের মতো করতে থাকে। আমরা এমন নই। আমরা অনেক ভদ্র। কিছু অনুরাগী এই ভাবেই নিজেদের ভালবাসা প্রকাশ করেন। এই বিষয়ে এত বেশি মাথা ঘামানো উচিত নয়।” পাশাপাশি তিনি এও বলেন, “এক একটা কনসার্টে এতজন লোক থাকে। আমাদের সঙ্গে নিরাপত্তারক্ষীরাও থাকেন। কিন্তু কিছু অনুরাগীরা যখন সুযোগ পান তখন তাঁরা কখনও হাত মেলান, ছবি তুলতে চান। আবার অনেক সময় হাতে চুমুও দেন।”

     

    ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যায়, মঞ্চের উপর গান গাইছেন উদিত। নীচে অনুরাগীদের মধ্যে কোনও কোনও অনুরাগী গায়কের কাছে এগিয়ে আসছেন নিজস্বীর আবদার নিয়ে। সেই আবদার রাখতে মঞ্চে হাঁটু মুড়েও বসলেন গায়ক। আবদারও মেটালেন। এবং কোনও কোনও ভক্তের গালে এঁকে দিলেন ভালবাসার চিহ্নও। আর তার পরেও মঞ্চের একেবারে শেষ প্রান্তে হেঁটে গেলেন উদিত।

     

    এরপর দেখা গেল, নিরাপত্তারক্ষীকে ইশারায় বললেন, আরও একজন তরুণীকে এগিয়ে আসার জায়গা দেওয়ার জন্য। সেই তরুণী মঞ্চের নীচে মোবাইল নিয়ে উপস্থিত হতেই উদিত তাঁর কাঁধে হাত দিয়ে ছবি তোলেন। সেই মুহূর্তে সেই তরুণীই প্রথম চুম্বন দেন উদিতকে। কিন্তু তাঁর ঠোঁট কেবল গাল পর্যন্তই পৌঁছয়। কিন্তু তারপর, ওই মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন গায়ক। আর মুহূর্তেই সমস্বরে উল্লাস দর্শকদের মধ্যে। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান তরুণী নিজেও।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments