More
    Homeবিনোদনআমাকে দেখে হাসিখুশি, বাবলি মনে হলেও আমি এমনটা নই

    আমাকে দেখে হাসিখুশি, বাবলি মনে হলেও আমি এমনটা নই

    “আমাকে দেখে হাসিখুশি, বাবলি মনে হলেও আমি এমনটা নই। সহজে মনের কথা বলতে পারি না…”, বর্ষশেষে কেন এমন উপলব্ধি দেবলীনা কুমারের? সাধারণত সমাজমাধ্যমে বেশ সক্রিয় দেবলীনা। তাঁর হাসিখুশি স্বভাবে মুগ্ধ থাকেন অনুরাগীরা। অভিনেত্রীর কথায় বাস্তবের মানুষটা কিছু অন্যরকম। বর্ষবরণের আগে অনুরাগীদের সঙ্গে মনের কথা ভাগ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন দেবলীনা। যেখানে তিনি বলেন, “অনেকে ভাবেন আমি খুব হাসিখুশি, বাবলি একজন মানুষ। খুব বহির্মুখী। সকলের সঙ্গে হয়তো তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়। আসলে আমি তেমনটা নই একেবারেই। ভীষণ অন্তর্মুখী বাস্তবে। মনের কথা চট করে কাউকে বলতে পারি না। নিজের খুব কাছের মানুষের সঙ্গেও পারি না। অনুভূতিগুলো মনের মধ্যেই রাখি। আসলে সকলকে মনের কথা বলতেও ভয় পাই। তাই হয়তো সবকিছু খুব যত্নে মনের মধ্যে আগলে রাখি।” জানেন কি বাস্তবে খুবই ধার্মিক মানুষ দেবলীনা। নায়িকা বলেন, ” ‘আমি ঈশ্বরে ভীষণই বিশ্বাস করি। ২০২৪-এ রেজ়োলিউশন ছিল আমি একটু বেশি পড়াশোনা করব। অন্যান্য বেশ কিছু বিষয় জ্ঞান অর্জন করব। তা ছাড়া ফোনের থেকে দূরে থাকতে চেয়েছিলাম। তাই ঠিক করেছিলাম রোজ কোনও একটা বইয়ের পাঁচ পৃষ্ঠা করে পড়ব। ‘এভরি ডে গীতা’ বইটা পড়েছি। যে বইটা মানসিকভাবে আমাকে অনেকটা স্বস্তি দিতে পারে। আমার কাছে জীবনটা ভীষণ ভাবে সাধারণ। এত জটিলতা নেই। খুব সহজভাবে কাটাতে চাই।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments