More
    Homeকলকাতাআমাদের হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম' - মুখ্যমন্ত্রী

    আমাদের হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম’ – মুখ্যমন্ত্রী

    সঞ্জয় রায়ের বিচারে আমৃত্যু কারবাস হয়েছে। অনেকেই ভেবেছিলেন যে মৃত্যুদন্ড দেওয়া হবে। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া ”ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।” পরেই মুখ্যমন্ত্রী বলেন, “আমি মা-বাবাকে বলেছিলাম সময় দিন। তারপর না হলে সিবিআই দিতেন। কিন্তু তার আগেই সিবিআই-এর হাতে চলে গেল তদন্তভার।” এরপর সময় যত গড়িয়েছে, তদন্ত নিয়ে সিবিআই-কে আক্রমণ করতেও শোনা গিয়েছে মমতাকে। কখনও বলেছেন, কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছে তারপর সিবিআই কাউকে নতুন করে ধরতে পারেনি।

    আদালতের রায় শোনার পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ধরনের নরপিশাচদের চরমতম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম। আপনারা দেখেছেন আমরা ৫৪ থেকে ৬০ দিনের মধ্যে ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি। এই কেসে আমাদের ফাঁসির দাবি সকলের ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে কিছু বলব না। আমাদের হাতে কেস থাকলে অনেকদিন আগেই ফাঁসির অর্ডার করিয়ে দিতে পারতাম। প্রথম দিন থেকেই ফাঁসি চেয়েছি।” নাগরিক মহলে প্রশ্ন, তিনি বা তার সরকার ফাঁসির দাবি করতে পারেন কিন্তু ‘আমাদের হাতে থাকলে ফাঁসি করিয়ে দিতাম’ এই কথা কি মুখ্যমন্ত্রী বলতে পারেন?

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments