More
    Homeবিনোদনআমায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।' ভয়ঙ্কর দাবি রণবীর ইলাহাবাদিয়ার

    আমায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’ ভয়ঙ্কর দাবি রণবীর ইলাহাবাদিয়ার

    ‘আমায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’ ভয়ঙ্কর দাবি রণবীর ইলাহাবাদিয়ার। সম্প্রতি,‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ বলে একটি রিয়্যালিটি শো-তে রণবীরের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল গোটা দেশ। তা নিয়েই এবার বিস্ফোরক পোস্ট অভিযুক্তর।

     

    নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ইউটিউবার। সেই পোস্টে রণবীর লেখেন,’আমি এবং আমার টিম উভয়ই পুলিশের এবং বাকি কর্তৃপক্ষর সঙ্গে সহযোগিতা করছি। আমি সব নিয়মশৃঙ্খলা মেনে চলব এবং সব এজেন্সির কাছে উপলব্ধ থাকব। বাবা-মায়ের সমন্ধে করা আমার মন্তব্য খুবই অশ্লীল এবং সংবেদনশীল ছিল। এটা ঠিক করা আমার নৈতিক দায়িত্ব এবং আমি অত্যন্ত দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

     

    রণবীরের মতে, শুধু তিনি না, তাঁর পরিবারের উপরও নেমে আসছে আক্রমণ, যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ অভিযুক্তর। তাঁর লেখায়, ’আমি দেখতে পাচ্ছি আমায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, তাঁরা আমায় মেরে ফেলতে চায় এবং আমার পরিবারের ক্ষতি করতে চায়। কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি আমার মায়ের ক্লিনিকে রোগীর পরিচয় দিয়ে ঢুকে পড়ে। আমার ভয় করছে, আমি বুঝতে পারছি না কী করা উচিত।’

     

    কিন্তু সব কিছুর শেষে রণবীর জানান, তিনি ভয় পেয়ে পালাবেন না। কারণ ওঁর পুলিশ এবং ভারতের আইনি ব্যবস্থার উপর সম্পূর্ণ ভরসা আছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments