Wednesday, June 7, 2023
HomeUncategorizedআমার গানগুলিকে খুন করেছে! নিজের গানের রিমেক শুনে অত্যন্ত ক্ষুব্ধ এ আর...

আমার গানগুলিকে খুন করেছে! নিজের গানের রিমেক শুনে অত্যন্ত ক্ষুব্ধ এ আর রহমান

দেশের অন্যতম নামজাদা সংগীত শিল্পী-পরিচালক এ আর রহমান। তার বিশ্বজোড়া খ্যাতি দেশের মুখী উজ্জ্বল করেছে অস্কারের মঞ্চেও। সম্প্রতি একটি ঘটনার কথা প্রকাশ্যে আসে, যা জানতে পেরে বিস্মিত সোশ্যাল মিডিয়া ইউজাররা।

হিন্দি সহ একাধিক ভাষায় কাজ করার অভিজ্ঞতা আছে তার। তার তৈরি ককরা গানের রিমেকও হয়েছে অনেকবার। যদিও সংগীত শিল্পী নিজে কখনো এই রিমেক সংস্কৃতিকে সমর্থন করেননি।

জনসম্মুখে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন তার তৈরি গানের রিমিক্স নিয়ে। যদিও সে কথায় কেউ গা করেনি। এবার সমাজমাধ্যমে এমনই এক ঘটনার কথা বললেন এই আর রহমান।

সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দর্শক হিসেবে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী। এবং পারফরমেন্সে একেবারেই সন্তুষ্ট নন তিনি সেই ভিডিওর বিবরণে লেখেন, ” চোখের সামনে স্টিং নিজের গানকে খুন হতে দেখছেন”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments