‘আমার চাকরি ফিরিয়ে দেবে কে?’ এ যেন মরচে ধরা সমাজ-সিস্টেমের গালে যেন চড় মারলেন ‘কমন ম্যান’ দেব! হাতে ধরা বন্দুক, চোখে চাকরি খোয়ানো এক ছাপোষা সাধারণ মানুষের কাতর আর্জি। একটাই প্রশ্ন, ‘পৃথিবীর সবথেকে বড় অবরাধ কি সত্যিই গরীব হয়ে জন্মানো!’ ট্রেলারেই বাজিমাত করল সৃজিতের টেক্কা। যদিও এর কিছুটা আঁচ পাওয়া গিয়েছিল টিজারেই। তবে তাসের মতোই খেলা যেন পুরোটাই ঘুরে গেল ‘টেক্কা’র ট্রেলারে। টিজারে একজন সন্তান হারানো মা হিসেবে দেখানো হয়েছিল স্বস্তিকা মুখোপাধ্যায়কে। কিন্তু ট্রেলারে বন্দুকধারী স্বস্তিকাকে দেখে বলাই যায় নিজচরিত্রে একেবারেই কেতাদুরস্ত অভিনেত্রী। এছাড়াও একইসঙ্গে পুলিশ অফিসারের ভূমিকায় রুক্মিণী মৈত্রও স্বতন্ত্রভাবে গুরুত্বপূর্ণ। একইফ্রেমে পরান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুজয় মুখোপাধ্যায়, টোটা রায় চৌধুরী কিংবা আরিয়ান, শ্রীজা, সকলেই নজরকাড়া। আগামী ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে টেক্কা।