‘আমার মুখের একটা দিক নাকি পক্ষাঘাতগ্রস্ত! আপনারা কি মশকরা করছেন?’ সমালোচকদের একহাত নিলেন আলিয়া ভাট। প্রসঙ্গত, বলি অভিনেত্রীদের মধ্যে বোটক্স বা কসমেটিক সার্জারির প্রবণতা নতুন নয়। যদিও বরাবরই সেই পথে পা বাড়াননি বলিউডের এই নামজাদা অভিনেত্রী। কিন্তু তাতেও পিছু ছাড়েনি কটাক্ষ। সমালোচনা হয়েছে আলিয়ার মুখভঙ্গিকে কেন্দ্র করেও। অনেকেই মনে করছেন নায়িকা নিজেও বোটক্সের আশ্রয় নিয়েছেন কিন্তু সর্বসমক্ষে তা স্বীকার করছেন না। এমনকি সেই কারণেই বদলে গিয়েছে তাঁর কথা বলার ধরন। ‘তিনি কি পক্ষাঘাতগ্রস্থ?’ এমনও মন্তব্য উঠে এসেছে আলিয়াকে ঘিরে। তবে এ বার চুপ থাকেননি তিনি। সরাসরি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে উগড়ে দিয়েছেন ক্ষোভ। লিখেছেন, ‘যাঁরা চেহারায় অস্ত্রোপচার করিয়েছেন, তাঁদেরকে ঘিরে আমার কোনও অভিযোগ নেই। এটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত অভিরূচি। কিন্তু সমাজমাধ্যমের কিছু ভিডিয়োয় দাবি করা হচ্ছে যে অস্ত্রোপচার করাতে গিয়ে নাকি আমারও মুখ বেঁকে গিয়েছে, এমনকি আমার হাসিতেও পরিবর্তন এসেছে। আমার কথা বলার ধরন নাকি অদ্ভুত। একটা মানুষের মুখ নিয়ে এত মনগড়া মতামত? এই ধরনের মন্তব্যের নেপথ্যে আপনারা আবার বৈজ্ঞানিক যুক্তি পেশ করছেন! আমার মুখের একটা দিক নাকি পক্ষাঘাতগ্রস্ত। এটা কি মশকরা হচ্ছে? কীসের জন্য করছেন আপনারা এ সব? মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য?’ তিনি আরও লেখেন, ‘প্রত্যেকের নিজের শর্তে বাঁচার অধিকার আছে। তাঁদের আলাদাভাবে বাঁচতে দিন অণুবীক্ষণ যন্ত্রের নীচে কাটাছেঁড়া না করে। ‘