Monday, May 29, 2023
HomeUncategorizedআমির "ভিলেন দাদা", ভাই ফয়জলকে ইচ্ছে করে ভুল ওষুধ দিয়ে পাগল করে...

আমির “ভিলেন দাদা”, ভাই ফয়জলকে ইচ্ছে করে ভুল ওষুধ দিয়ে পাগল করে দিয়েছিলেন আমির!

বাবা ছিলেন নামই প্রযোজক, দাদা হলেন প্রথম সারির অভিনেতা বলিউডে। এইরকম ব্যক্তির সফল হয়ে ওঠার পথটা যথেষ্ট মসৃণ হওয়ার কথায় ছিল। কিন্ত তার জীবনের অংকটা কোথাও গিয়ে মিলল না। অকালেই তিনি স্মৃতির আড়ালে হারিয়ে গেলেন। তিনি হলেন আমির খানের ভাই ফয়জল খান।

অভিনেতা ফয়জল পরিচিতি পেয়েছিলেন ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত মেলা এর হাত ধরেই। তিনি অভিনয় করেছিলেন তার দাদা আমির খানের সঙ্গে। বক্স অফিসে সেই ছবি যদিও খুব একটা সাফল্য পাইনি। তার ফলেই ফয়েজলের সাফল্যের পথটাও ঘুরে যায় অন্য দিকে। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন শিশু শিল্পী হিসাবেই। ১৯৯৪ সালে তার বাবা তাহির হোসেনের প্রযোজনায় মাদহোষ ছবিতে মুখ ও চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু দর্শকদের মনে সেই ভাবে ছাপ ফেলতে পারেননি।

তারপর ছয় বছর পরে তাকে আবার দেখা গিয়েছিল মেলা ছবিতে। টেলিভিশনেও তিনি কাজ করেছিলেন কিন্তু কোন জায়গাতেই তার সাফল্য সেইভাবে চোখে পড়ার মতন ছিল না। কিছু বছর আগে ফয়জাল তার পরিবার এবং দাদার বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে তাকে তারা গৃহবন্দি করে রেখেছে কারণ তিনি নাকি মানসিকভাবে অসুস্থ। তাকে নাকি দিনের পর দিন আমির খান ভুল ওষুধ খাইয়ে গৃহবন্দী করে রেখেছে। সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তিনি কখনোই তার দাদা আমির খানকে ক্ষমা করতে পারবেন না। এখন তিনি তার জীবন নিজের মতন করে গুছিয়ে নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments