”আমি মনে করি, নারীদের তাঁদের সন্তানদের লালন করার জন্য বাড়িতেই থাকা উচিত”! নিজে কর্মজীবী হয়ে হঠাৎ কেন এমন মন্তব্য করলেন অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়?
সম্পর্কে বলি অভিনেত্রী কাজলের বোন তথা তনুজার দ্বিতীয় কন্যা৷ তবে এবার তাঁদের ছোটবেলার কিছু গোপন কথা ফাঁস করে দুঃখ প্রকাশ করলেন অভিনেত্রী। কোন ঘটনাকে ঘিরে অভিমানী কাজলের বোন? কী এমন হয়েছিল তনিশার সঙ্গে? জানা গিয়েছে, ছোটবেলায় মা তনুজার সঙ্গ তেমন পাননি তনিশা। আর তাঁর ফলেই অভিমানী অভিনেত্রী।
পরিবারে আর্থিক সঙ্কটের কারণে কাজ করতে হত মা তনুজাকে। স্বামী শোমু মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সংসারের হাল ধরতে কাজ চালিয়ে যেতে হয়েছিল তাঁকে। সেই সঙ্গে কাজল এবং তনিশা দুই মেয়েকে দেখাভালের দায়িত্ব। এত কিছুর মধ্যে কোথাও যেন মায়ের আদর থেকে বঞ্চিত ছিলেন তনিশা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তনিশা জানিয়েছেন, তিনি চেয়েছিলেন তাঁর মা কর্মজীবী না হোন। তাঁর কথায়, ”যে কোনও মহিলার সন্তান হওয়ার পর কমপক্ষে পাঁচ বছর কাজ না করা উচিত।” পাশাপাশি ওই সাক্ষাৎকারে তনিশা নিজের ছোটবেলার কিছু স্মৃতি ভাগ করেছেন সকলের সঙ্গে। তনিশা বলেন, ”আমার মা একজন কর্মজীবী মহিলা ছিলেন। আমি যখন জন্মেছিলাম, তখন আমাদের পরিবারে আর্থিক অভাব থাকায় মাকে কাজ করতে হয়েছিল। মা প্রতিদিন অন্তত দু’টি থেকে তিনটি শিফটে কাজ করতেন। কখনওই আমার মায়ের সঙ্গে দেখা হত না, বরং আমি তাঁর ঘরে ঘুমোতাম, যাতে তাঁর গন্ধ পাই।”
তনিশা মনে করেন, একজন মা-ই পারে সন্তানের প্রয়োজনীয় চাহিদা পুরণ করতে যা অন্য কারও পক্ষে কখনওই সম্ভব নয়। একজন আয়া কিংবা পরিচারিকা সেটা পারে না।