Tuesday, May 30, 2023
HomeUncategorizedআরআরআরের পর এবার মহাভারত কে সিনেমার রুপ দিতে চান রাজামৌলি!

আরআরআরের পর এবার মহাভারত কে সিনেমার রুপ দিতে চান রাজামৌলি!

ভারতীয় পরিচালকদের মধ্যে প্রথম সারিতেই নাম মেলে এস এস রাজামৌলির। ‘আরআরআর’ এর সৌজন্যে এখন বিশ্বজোড়া খ্যাতি তার। তবে আপাতত নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলি।

আগেই জানিয়েছিলেন মহাকাব্য ‘হাওয়া মহাভারত’ নিয়ে কাজ করতে চান তিনি। তা নিয়ে আবারো উৎসাহ প্রকাশ করলেন রাজামৌলি। এরপর থেকেই দর্শক ও অনুরাগীদের উৎসাহ তুঙ্গে ওঠে।

তবে ছবিটির জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে তাদের এমনটাই ইঙ্গিত দিলেন পরিচালক। রাজমৌলি জানান মহাভারত কে সম্পূর্ণভাবে পর্দায় তুলে ধরতে প্রায় দশটি ছবি বানাতে হবে। এমনকি চরিত্রায়ন থেকে শুরু করে সম্পর্কেও নতুন দিক দিতে চান পরিচালক। তাই তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে বানাতে চান নিজের স্বপ্নের এই ছবি।

পরিচালক জানান ছবি র প্রস্তুতিতেই লাগবে বেশি সময় তাছাড়াও চরিত্র বাছাই ও সেট তৈরি তো আছেই। তাছাড়াও এত বড় মাপের ছবি করতে গিয়ে তাড়াহুড়ো করতে চান না পরিচালক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments