Sunday, September 24, 2023
HomeUncategorized‘আরআরআর’ দেখে মুগ্ধ স্পাইডারম্যান! রাজামৌলির সঙ্গে কাজ করতে চান টম হল্যান্ড

‘আরআরআর’ দেখে মুগ্ধ স্পাইডারম্যান! রাজামৌলির সঙ্গে কাজ করতে চান টম হল্যান্ড

 

 

মার্চের শেষ সপ্তাহে মুম্বই আলোয় ঝলমলে উঠেছে। একদিকে বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার ক্রিশ্চিয়ান ডিওয়ের ফ্যাশন শো, আরেকদিকে ‘নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার’ এর উদ্বোধনী অনুষ্ঠান। মুম্বই শহরটিতে দুটি ঘটনার আলোয় ঝলমল দেখা গেল। ‘নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশ ও বিদেশের অনেকগুলি জনপ্রিয় তারকা উপস্থিত ছিলেন। বিদেশি অভিনেতাদের মধ্যে টম হল্যান্ড এবং জ়েন্ডেয়ার মতো হলিউড তারকারা লাল গালিচায় দেখা গেল। এটি ভারতে টম ও জ়েন্ডেয়ার প্রথম আগমন। এখানেই তিনি মুগ্ধ হয়েছেন।

 

 

সম্প্রতিক একটি সাক্ষাৎকারে টম হল্যান্ড বলেছেন, “ভারতে গিয়ে আমার খুব ভাল লেগেছে। সেটা একটি অভিজ্ঞতা যেটি আমি সারা জীবন মনে রাখতে চাই। আমি সর্বদা ভারতে আসতে চাইতেছিলাম। এবং এবার আমি এখানে ফেরত আসতে প্রায় নিরন্তরভাবে চাই।”

 

 

টম হল্যান্ড বেশ আনন্দিত ছিলেন ভারতীয় চলচ্চিত্র সম্পর্কে। প্রশ্নের উত্তরে উল্লেখ করলেন, “আমি ‘আরআরআর’ দেখেছি! দেখে খুব খুশি হয়েছে!” তিনটি ছবির পর এ বার ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজ়ির চতুর্থ ছবির কাজে হাত দিয়েছেন টম ও জ়েন্ডেয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments