নতুন বছরের শুরু থেকেই বাড়তে শুরু করেছিল তাপমাত্রা। সেই তাপমাত্রা প্রতিদিনই বেড়ে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন এই ধরনের তাপমাত্রা থাকবে। তারপরে সামান্য করলেও শীতের আমেজ প্রায় নেই বললেই চলে। রাতের দিকে সামান্য ঠান্ডা পড়লেও দিনের বেলা গরম ভাল থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় একটুও বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়া আটকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এই অবস্থায় পূবালী হাওয়ার দাপটে জলীয় বাষ্প বাড়ছে বাতাসে। তাই আপাতত তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা ওপরেই থাকবে। রাতে ও সকালে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে খানিকটা। বস্তুত, জানুয়ারির গোড়ায় যে শীতের আমেজ অনেকটাই কম, সে কথা সকলেই বুঝতে পারছেন। রোদের দাপটও বেড়েছে। অনেকেই শীতবস্ত্র গোটাতে শুরু করে দিয়েছেন। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সংক্রান্তি অবধি অপেক্ষা করে যাওয়াই ভাল। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ হু হু করে নামবে। কোনও কোনও জায়গায় ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কুয়াশায় মোড়া থাকবে উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য।
- Advertisement -
- Advertisment -