আরও বিপাকে ‘পুষ্পা’! প্রিমিয়ারের দিন থিয়েটারে ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রথমে থানায় ডেকে অল্লুকে চার ঘণ্টা জেরা, আর তার পরেই পুলিশের কাছে গ্রেফতার অভিনেতার নিরাপত্তারক্ষী। গত ৪ ডিসেম্বর রাতে ‘পুষ্পা ২- দ্য রুল’ ছবির প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া দুর্ঘটনা যেন তাড়া করে বেড়াচ্ছে অল্লু অর্জুনকে। সোমবারই অল্লু অর্জুনের হায়দরাবাদের বাড়িতে আইনি নোটিস পাঠানো হয়। সেই মতো মঙ্গলবার হাজিরা দেন দক্ষিণী তারকা। প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসবাদ করা হয় অভিনেতাকে। তার পরই গ্রেফতার করা হয় অভিনেতার নিরাপত্তারক্ষীকে। অভিযোগ উঠছে, যেই দিন পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বছর ৩৫-এর এক মহিলার, ওই দিন প্রেক্ষাগৃহে বাইরে অভিনেতার বেশ কিছু অনুরাগীকে ধাক্কা দিয়েছিলেন সেই নিরাপত্তারক্ষী। এ বার এই ঘটনা নয়া কোন মোড় নেয়, সেই দিকেই তাকিয়ে অভিনেতার অনুরাগীরা।