More
    Homeখবরআরজি কর আবহকে হাতিয়ার করে ছবির 'প্রচার'!

    আরজি কর আবহকে হাতিয়ার করে ছবির ‘প্রচার’!

    আরজি কর আবহকে হাতিয়ার করে ছবির ‘প্রচার’! ‘টেক্কা’ সিনেমার পোস্টার নিয়ে আপত্তি জানিয়েছিলেন কুণাল ঘোষ। সমালোচনার পরই পোস্টারে রদবদল। ‘আমার মেয়েকে কে ফেরাবে?’ সৃজিতের ‘টেক্কা’ ছবির এমনই পোস্টার ছেপেছিল শহরের বুকে। এবার বদলে দেওয়া হল সেই লাইন। নতুনভাবে ছাপল পোস্টার, ‘আমার অবন্তিকাকে কে ফেরাবে?’ প্রসঙ্গত, কিছুদিন আগেই এক্স হ্যান্ডেলে ‘টেক্কা’ ছবির আগের পোস্টারটি শেয়ার করেছিলেন কুণাল ঘোষ। তীব্র আপত্তি তুলে তৃণমূল নেতা লেখেন, ‘যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই RG Kar আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল একটু চোখে লাগছে। ‘উৎসবে ফিরব না’ অথচ ‘সিনেমার পোস্টারে ফিরব’, এটাও দ্বিচারিতা। সৃজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল!’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments