আরজি কর কাণ্ডে প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। প্রতিবাদের ঝাঁঝ বাড়ছে দিনদিন। পথে নেমে প্রতিবাদে গর্জে উঠেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। প্রতিবাদে সামিল হয়েছেন শিল্পীরাও। ইতিমধ্যে নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে গান লিখেছেন গায়ক অরিজিৎ সিং। এবার প্রতিবাদে সামিল হলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। তবে অরিজিতের মতো গানও গাইলেন না তিনি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে পিছিয়ে দিলেন তাঁর কনসার্টের তারিখ। কনসার্ট ১৪ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও পিছিয়ে তা হবে অক্টোবর মাসে।
শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় বেশ লম্বা বিবৃতি শেয়ার করেছেন শ্রেয়া। লিখেছেন কিছুদিন আগে কলকাতায় যে নৃশংস ঘটনা ঘটেছে, তা তাঁকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছে। একজন মহিলা হয়ে এমন নৃশংস ঘটনায় শিউরে উঠেছেন তিনি। ওই মহিলাকে কী ধরণের অত্যাচার সহ্য করতে হয়েছে, তা বেবে তাঁর গায়ে কাঁটা দিচ্ছে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে তাঁর প্রচারকারী সংস্থা এফএম ও তিনি কলকাতায় অনুষ্ঠিতব্য কনসার্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী অক্টোবরে কনসার্টটি হবে। সবাই এই কনসার্টের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো বেশি গুরুত্বপূর্ণ। তিনি শুধু ভারত নয়, সারা বিশ্বের নারীদের নিরাপত্তার জন্য প্রার্থনা জানাচ্ছেন।