সরিয়ে দেওয়া হল টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। আরজি কর কাণ্ডে তোলপাড় বাংলা। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই সংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই। মামলার তদন্তে একাধিকবার অভিজিৎ মণ্ডলকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আর এরপরেই টালা থানার ওসি পদ থেকে অভিজিৎ মণ্ডলকে সরিয়ে দেওয়া হল।
জানা যাচ্ছে, শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি মলয় দত্তকে দেওয়া হয়েছে। আজ শুক্রবার তাঁকে থানার দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে জানা যাচ্ছে। রাতারাতি টালা থানার ওসি পদ থেকে অভিজিৎ মণ্ডলকে কেন সরিয়ে দেওয়া হল তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিতর্ক থেকে এড়াতেই কি তাঁকে সরানো হল? প্রশ্ন উঠছে। তবে সূত্রের খবর, অসুস্থতার কারনে অভিজিৎ মণ্ডল নিজেই অব্যাহতি চাইছিলেন। আর সেই আবেদন রেখেই লালবাজারের এহেন পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল টাকা থানার মধ্যে পড়ে। ঘটনার পরেই প্রথম ঘটনাস্থলে ছুটে যান টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এমনকি অভয়ার বাবা-মা’কে ঘটনার দিন দীর্ঘক্ষণ টালা থানায় বসিয়ে রাখার অভিযোগ সামনে এসেছে। এমনকি টালা থানায় প্রথম এফআইআর নিয়েও একাধিক বিতর্ক রয়েছে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে একাধিক প্রশ্ন তুলেছে। আর এই যাবতীয় বিতর্কের মধ্যেই হঠাত করে অসুস্থ হয়ে পড়েন অভিজিৎ মণ্ডল।
ঘনিষ্ঠ মহলে তিনি জানান, হঠাত করেই বুকে নাকি ব্যথা অনুভব করেন। যদিও একাধিক হাসপাতালে ভর্তি হওয়ার জন্য হন্যে হয়ে ঘুরে তাঁকে কোথাও ভর্তি করা হয়নি বলে অভিযোগ। শেষমশ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ মণ্ডল। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।