More
    Homeপশ্চিমবঙ্গআরাবুল শওকাত কাজিয়া আবার প্রকাশ্যে

    আরাবুল শওকাত কাজিয়া আবার প্রকাশ্যে

    ভাঙড়কে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনা চিরকাল সরগরম – সৌজন্যে তৃণমূলের দুই নেতা আরবুল ও শওকত মোল্লা। চেয়ার-টেবিল নিয়ে বাইরে বসে কাজ করছেন আরাবুল। তাঁর দাবি, ১২ বছর ধরে যে ঘরে বসেছেন তিনি, সেই ঘরে আর বসতে পারছেন না। কিছুদিন বিডিও-র ঘরে বসে কাজ করছিলেন, আর বৃহস্পতিবার থেকে বসেছেন রাস্তায়। আরাবুলের এই পরিস্থিতি দেখে বিধায়ক শওকত মোল্লা বললেন, ‘নাটক’। আর এই নাটক নিয়েই চলেছে অতি-নাটক পর্ব। সব দেখে হাসছেন নাগরিক মহল।

    বেশ কয়েক মাস জেলে থাকার পরে আরাবুলের সেই দাপট আর নেই। সামনে এসেছে শওকাত মোল্লার দাপট। আর এবার সরাসরি আরাবুলকে কটাক্ষ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। তিনি বলেন, “নাটক করছে, নিজের কয়েকজন পেটুয়াদের দিয়ে কাগজ নিয়ে এসে সই করে ফেসবুকে পোস্ট করছে, লজ্জা শরম বলে কিছু নেই”।বৃহস্পতিবার ভাঙড় ২ পঞ্চায়েত সমিতিতে নিজের ঘর না পেয়ে বাইরে বেরিয়ে ফাঁকা আকাশের নীচে চেয়ার টেবিল পেতে সাধারণ মানুষকে পরিষেবা দিতে দেখা গিয়েছে আরাবুলকে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির ঢিল ছোঁড়া দূরত্বে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে দলীয় কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা সভা করেন শওকত।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments