More
    Homeঅনান্যআরামবাগে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ ক্লাবের বিরুদ্ধে

    আরামবাগে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ ক্লাবের বিরুদ্ধে

    যখন ‘বৃক্ষ রূপন’ একটা আন্দোলনে পরিণত হয়েছে, তখন খেলার মঠ সম্প্রসারণের জন্য অবলীলায় বহু গাছ কেটে ফেলেছে আরামবাগের ১৫ নম্বর ওয়ার্ডের একটি ক্লাব। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে বন দফতর ঘটনাস্থলে গিয়ে একটি আম গাছের কাটা অংশ এবং গাছ কাটার যন্ত্রআটক করে। বন দফতরের আরামবাগ রেঞ্জ অফিসার আসরাফুল ইসলাম বলেন, “গাছ কাটার অনুমতি ছিল না। ক্লাব কর্তৃপক্ষের নামে জরিমানা-সহ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’’ এখন কঠিন সমস্যায় পড়েছে ওই ক্লাব কর্তৃপক্ষ।

     

     

     

    এলাকার বাসিন্দাদের অভিযোগ যে, জায়গাটা বিকে রায় ফার্মের। ক্লাবের ছেলেরা সেটা দখল করে কখনও ক্লাবের মাঠ, কখনও পার্ক করবে জানিয়ে গাছ কাটছিল। কিছু লোককে উচ্ছেদও করতে চাইছে তারা। এ দিন গাছ কাটা শুরু হতেই বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে, ক্লাবের তরফে বলা হয়েছে, ক্লাবের মাঠ বড় করার জন্য বিকে রায় ফার্ম কর্তৃপক্ষের কাছে গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছে। একটি মাত্র আম গাছ ছাড়া অধিকাংশ ডুমুর ও সজনে গাছ বলেই বন দফতরের অনুমতি নেওয়া হয়নি। সে জন্য ক্লাব থেকে জরিমানাও দেওয়া হয়েছে। বিকে রায় ফার্মের অনুমতিপত্রের কপিও জমা দেওয়া হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments