Monday, May 29, 2023
HomeUncategorizedআরিয়ান খান আবগারি মামলায় উঠে এলো নতুন তথ্য! শাহরুখ খানের থেকে ২৫...

আরিয়ান খান আবগারি মামলায় উঠে এলো নতুন তথ্য! শাহরুখ খানের থেকে ২৫ কোটি টাকা দাবি করেছিলেন সমীর 

 

 

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আইআরএস অফিসার সমীর ওয়াংখেড়ে মাদক মামলায় গ্রেফতার করেছিল। ওয়াংখেড়ে তার সাহসের জন্য প্রশংসা পেয়েছিলেন কিন্তু এখন মামলার বিষয়ে শাহরুখ খানের কাছ থেকে 25 কোটি টাকা দাবি করার অভিযোগের মুখোমুখি হয়েছেন তিনি। ওয়াংখেড়ের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করেছে সিবিআই।

 

আরিয়ান খানকে ২০২১ সালে প্রমোদতরিতে চলা একটি রেভ পার্টি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এইসময় আরিয়ানকে সাহায্য করতে ২৫ কোটি টাকা দাবি করেন সমীর। মামলাটি মুম্বাই, দিল্লি এবং কানপুরে সমীরের ২৯টি বাড়িতে তল্লাশি করার পরিকল্পনার কথাও প্রকাশ করেছে। এই ঘটনায় সমীর ছাড়াও এনসিবির দুই প্রাক্তন আধিকারিক জড়িত ছিলেন। আরিয়ানকে সাহায্য করার নামে কিছু বেসরকারি ওয়ার্কার ইতিমধ্যে ২৫ লাখ টাকা হাতিয়েছে, ২৫ কোটি টাকা ঘুষ দাবি করা হয়েছিল বলে জানা গিয়েছে।

 

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্ত দল আরিয়ান খানের মামলা পর্যালোচনা করে নতুন চার্জশিট জমা দিয়েছে। এর ভিত্তিতে আরিয়ান খানসহ গ্রেপ্তারকৃত ১৪ জনের মধ্যে ছয়জনকে অপর্যাপ্ত প্রমাণের কারণে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জানিয়েছে, উপযুক্ত প্রমাণের অভাবে আরিয়ান খানকে খালাস দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments