More
    Homeখবরআর্জেন্টিনার ক্লাবে যোগ দিলেন ভারতীয় ডিফেন্ডার অবনীত ভারতী

    আর্জেন্টিনার ক্লাবে যোগ দিলেন ভারতীয় ডিফেন্ডার অবনীত ভারতী

    আর্জেন্টিনার ক্লাব সোল ডে মায়োতে যোগ দিলেন কেরল ব্লাস্টার্সের সাবেক ভারতীয় ডিফেন্ডার অবনীত ভারতী। ক্লাবটি আর্জেন্টাইন লিগ পিরামিডের তৃতীয় ধাপ, ফেডারেল এ-তে খেলে। এই ক্লাবেই গত মরসুমে সই করেছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। কিন্তু অনিয়মিত পেমেন্টের জন্য মাঝ মরসুমেই বাংলাদেশে ফিরে ঢাকা আবাহনীতে যোগ দিয়েছিলেন তিনি। ২৬ বছর বয়সী অবনীত কেরিয়ারের প্রায় পুরোটাই বিদেশে কাটিয়েছেন। অবনীতের জন্মও নেপালের কাঠমান্ডুতে। তাঁর বাবা ভারতীয় দূতাবাসের কর্মকর্তা হওয়ায় পরিবারের সঙ্গে বিভিন্ন দেশে থাকতে হয়েছে তাঁকে। এরপর তাঁর স্কুল ও স্কুল পর্যায়ে ফুটবল খেলা শুরু হয় নাইজেরিয়ায়। তবে সেখানে দুইবছর কাটিয়ে দিল্লীতে ফিরে শাস্ত্রী ক্লাবে ফুটবলে তালিম নেওয়া শুরু করেন। ২০১২ সালে মাত্র ১৪ বছর বয়সে সিঙ্গাপুরের প্রথমসারির ক্লাব গেলাং ইন্টারন্যাশনালের যুব দলে সুযোগ পেয়ে যান। পরের বছর তাদের প্রতিদ্বন্দ্বী ব্যালেস্টিয়ার খালসার যুব দল তাঁকে তুলে নেয়। তবে অবনীতের কেরিয়ারের সবচেয়ে বড় সুযোগটা আসে ২০১৪ সালে, যখন তিনি স্পেনের নামী ক্লাব রিয়াল ভায়াদোলিদের অনুর্দ্ধ-১৯ দলে সুযোগ পেয়ে যান।

     

    অবনীতের সিনিয়র পেশাদার কেরিয়ার ২০১৭ সালে, মাত্র ১৯ বছর বয়সে, পর্তুগালের ক্লাব সিনত্রেনসের হয়ে। এখানে দুই মরসুমে ১৩টি ম্যাচ খেলার পর ২০১৯ সালে আইএসএলের ক্লাব কেরল ব্লাস্টার্স তাঁকে দেশে ফিরিয়ে আনে। কিন্তু সেই মরসুমে কোচির দলটির হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়ে তিনি আবার দেশ ছেড়ে চেক লিগের দ্বিতীয় ধাপের ক্লাব এফকে ভার্নসডর্ফে সই করেন। এখানেও তিনি সেভাবে সুযোগ পাননি। দলটি তাঁকে ২০২২ সালে কিরগিজ সর্বোচ্চ লিগের দল তালান্ট তাশ-কমুর ও ২০২৩ সালে লিগা পানামার দল কোস্তা দেল এস্তেতে লোনে পাঠায়, কিন্তু সেই সব ক্লাবে তিনি তেমন কিছু করতে পারেননি। ফলে ভারতীয় দলেও সুযোগ আসেনি তাঁর। এখন সোল ডে মায়োর জার্সিতে মেসির দেশে তিনি নিজেকে মেলে ধরার অপেক্ষায়। অবনীত ভারতীর ভাই অনিকেত ভারতীও পেশাদার ফুটবলার। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড খেলেন কলম্বিয়ার নামী ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে সান্তা ফে-র রিজার্ভ দলে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments