আর্জেন্টিনার নোটে দিয়েগো মারাদোনার ছবি চান সেনেটর নরমা দুরাঙ্গো। সোমবার কংগ্রেসে তিনি এই প্রস্তাব পেশ করেন। এমনকি ১ হাজার পেসো (আর্জেন্টিনার মুদ্রা) নোটে ‘হ্যান্ড অব গড’-এর ছবিও চান তিনি।
বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল নোটে দেখানো নিয়ে আপত্তিও তুলেছেন অনেকে। ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এই বিতর্কিত গোল করেন মারাদোনা। যদিও সেই ম্যাচেই শতকের সেরা গোলও উপহার দেন আর্জেন্টিনার তারকা। নরমা বলেন, ‘উদ্দেশ্য হল মারাদোনাকে স্মরণীয় করে রাখা। তিনি হলেন বিশ্বের দরবারে সেরা আর্জেন্টিনীয়, সে ভাল হোক বা খারাপ। মনে হয় আমার প্রস্তাব অনেকেরই পছন্দ হয়েছে, তবে কিছু মানুষ মেনে নেননি।’
এখন ১ হাজার পেসো নোটে রয়েছে আর্জেন্টিনার জাতীয় পাখি রুফস হর্নরো-র ছবি। ২৫ নভেম্বর ২০২০ সালে মাত্র ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মারাদোনা। তাঁর কোন গোল নোটে স্থান পাবে তা এখনও ঠিক হয়নি। তবে মারাদোনাকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
আর্জেন্টিনার নোটে এবার দিয়েগো মারাদোনার ছবি চান সেনেটর
- Advertisement -
- Advertisment -